ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
‘সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে’

ঢাকা: সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টেলিফোন সংলাপে সুসান রাইস পাকিস্তানের প্রতি এ আহ্বান জানান।

এ সময় তিনি উরিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হোয়াইট হাউজ আশা করছে, পাকিস্তান সরকার দেশটিতে থাকা জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা, জাইশ-ই-মুহাম্মাদ এবং এদের অঙ্গসংগঠনসহ জাতিসংঘ ঘোষিত জঙ্গিসংগঠনগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রাইসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।