ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিউ জার্সিতে কমিউটার ট্রেন দুর্ঘটনায় আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
 নিউ জার্সিতে কমিউটার ট্রেন দুর্ঘটনায় আহত শতাধিক ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কমিউটার ট্রেন দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতের খবর পাওয়া যায়নি।

ওই ট্রেনে প্রবাসী বাংলাদেশি থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। প্রাথমিকভাবে দুর্ঘটনা কারণ জানা যায়নি।

খবরে বলা হয়, নিউ জার্সির হবোকেন স্টেশনের প্লাটফর্মে ট্রেনটি দুর্ঘটনার পতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে ট্রেনটি বিভিন্ন অংশ ভেঙে যায়। আর সে দৃশ্য উৎসুক জনতাকে ক্যামেরাবন্দি করতে দেখা যা্য়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আহত অনেককে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬ /আপডেট: ১৯৪৫ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।