ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জিকা ভাইরাস গর্ভবতী নারীদের এশিয়ার আরও ১১ দেশে ভ্রমণে সতর্কতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
জিকা ভাইরাস গর্ভবতী নারীদের এশিয়ার আরও ১১ দেশে ভ্রমণে সতর্কতা

ঢাকা: জিকা ভাইরাস জনিত সংক্রমণের কারণে মালদ্বীপসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে ভ্রমণের ব্যাপারে গর্ভবতী নারীদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ব্রুনাই, মায়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, ফিলিপিনস, থাইল্যান্ড, পূর্ব তিমুর এবং ভিয়েতনাম ভ্রমণের ব্যাপারে এই সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)।

বৃহস্পতিবার প্রকাশিত এই সতর্ক বার্তায় এসব দেশে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের জন্য গর্ভবতী মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়।

পরামর্শবার্তায় বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সফরের সময় গর্ভবতী নারীরা জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

প্রাথমিকভাবে জিকা মশকবাহিত রোগ। তবে একই সঙ্গে যৌন সংসর্গের মাধ্যমেও ছড়াতে পারে এটি।

গত বছর রোগটি প্রথম সংক্রমিত হয় ব্রাজিলে। পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে পৃথিবীজুড়ে।

জিকা’র সংক্রমণে অবশ্য সব সময় লক্ষণ ফুটে বের হয় না। তবে এর ফলে ডেঙ্গুর মত মারাত্মক জ্বর দেখা দিতে পারে। পাশাপাশি এর কারণে মস্তিষ্ক বিকৃতি ও অন্যান্য জন্মগত ত্রুটিও দেখা দিতে পারে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০. ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।