ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বহুতল ভবনে বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
চীনে বহুতল ভবনে বিস্ফোরণ, নিহত ৩

ঢাকা: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন শহরের একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বিস্ফোরণে ‍বেশ কয়েকজন আহতও হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (০৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে হেইলংজিং প্রদেশের শহরটির বহুতল ভবনের ১৩, ১৪ ও ১৫তম তলার ক্ষয়ক্ষতির খবর জানা গেছে। এর মধ্যে ১৪তম তলার জানার কাঁচ ভেঙে যাওয়ার খবর জানিয়েছে সংবাদমাধ্যম।

প্রাথমিক গ্যাস লিক থেকে বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।