ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাসে চড়ে হোটেলে গেলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
বাসে চড়ে হোটেলে গেলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: কোনো দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে গেলে তাকে বিশেষ প্রটোকল দেওয়ার রীতি কমবেশি সব দেশেই রয়েছে। প্রটোকলের মধ্যে ওই প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিও অর্ন্তভুক্ত।

 

শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীই নন, মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারাও নিরাপত্তার এ প্রটোকল পেয়ে থাকেন। তাদেরকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার জন্য বিশেষ পাহারার পাশাপাশি গাড়ি বহরের ব্যবস্থাও থাকে।

তবে সোমবার (০৩ অক্টোবর) ভারতের এ সংক্রান্ত কর্মকর্তাদের কিছুটা হতাশ হতে হয়েছে। আর হতাশা থেকে শিক্ষা নিতে পারবেন দেশটির সরকারি পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে দেশটির জনগণ। তাই ‘ধন্য ধন্য’ শুরু হয়ে গেছে চারদিকে।

ঘটনাটি হলো, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুন পাঁচদিনের সফরে সোমবার রাতে ভারতে এসেছেন। রীতি অনুযায়ী দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য গাড়ি বহর অপেক্ষা করছিল। কিন্তু ওইপথে পা না মাড়িয়ে তিনি চড়ে বসেন চার্টার্ড বাসে।  

এ ঘটনার পরপরই ধন্য ধন্য পড়ে গেছে দেশটিতে। অনেকেই মনে করছেন লি সিয়েন লুন-এর বিশেষ এ দৃষ্টান্ত দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের মুখে ‘ঝামা’ ঘষে দিয়েছে।  

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, যেখানে আমলারা বাইরে বের হওয়ার জন্য গাড়ি বহর সঙ্গে রাখেন। সেখানে অন্য একটি দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তার তোয়াক্কা না করে সাধারণ একটি বাসে করে হোটেলে পৌঁছুলেন, তা অত্যন্ত বিস্ময়কর।

এ সময় প্রধানমন্ত্রী লুন-এর সফরসঙ্গী ছিলেন স্ত্রী হো চিং, বিশেষ মন্ত্রীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।