ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
মায়ানমারের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ঢাকা: মায়ানমারের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।  

শুক্রবার (০৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন।

শনিবার (০৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

১৯৮৯ সালে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মায়ানমারের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

এদিকে সম্প্রতি মায়ানমারের গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চি এবং ওবামার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর কয়েক দিন পরই ওয়াশিংটনের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।