ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে ম্যাথিউর প্রভাবে কলেরার প্রাদুর্ভাব, প্রাণহানি ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
হাইতিতে ম্যাথিউর প্রভাবে কলেরার প্রাদুর্ভাব, প্রাণহানি ১৩

ঢাকা: ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও শক্তশালী ঘূর্ণিঝড় ম্যাথিউর প্রভাবে পানি ও খাদ্য দূষিত হয়ে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এতে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে।

কলেরা আক্রান্ত হয়ে আছেন আরও অনেকে।

রোববার (০৯ অক্টোবর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

আক্রান্ত এলাকায় পানি দূষণ ও স্বাস্থ্যকর খাবারের অভাবে এই কলেরা ছড়িয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এর আগে শনিবার (০৮ অক্টোবর) পর্যন্ত ম্যাথিউর আঘাতে ৮৭৭ জন নিহতের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

** হাইতিতে হারিকেন ম্যাথিউর আঘাতে প্রাণহানি ৮৭৭

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।