ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবার পার্টির ছায়া সরকারে টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
লেবার পার্টির ছায়া সরকারে টিউলিপ ছবি- টিউলিপ সিদ্দিক

ঢাকা: যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি নেতা জেরোমি করবিনের ছায়া সরকারে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন টিউলিপ সিদ্দিক।

সোমবার (১০ অক্টোবর) পুনর্গঠিত ছায়া সরকারে টিউলিপকে ‘শ্যাডো এডুকেশন’ দলের সদস্য হিসেবে নিয়োগ দেন করবিন।

হ্যাম্পসটিড ও কিবলার্ন ‍‌এলাকার পার্লামেন্ট সদস্য টিউলিপ ছায়া সরকারের শিক্ষামন্ত্রী এঞ্জেলা রেইনারের অধীনে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন-এ কাজ করবেন।

এরআগে টিউলিপ করবিনের প্রথম ছায়া সরকারের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিবের ‍দায়িত্বে ছিলেন।

নতুন করে ঢেলে সাজানোর পর জেরোমি করবিন ছায়া সরকারেও পরিবর্তন আনেন। এতে তিনি নতুন ২১ জন পার্লামেন্ট সদস্যকে অন্তর্ভুক্ত করেন। এদের মধ্যে ১৪ জন নারী এবং ৪ জন কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘু সম্প্রদায়ের।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এস‌আর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।