ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় প্রাণ গেলো ৫ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
সিরিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় প্রাণ গেলো ৫ শিশুর

ঢাকা: সিরিয়ার দাররা প্রদেশে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ৫ শিশু নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এ তথ্য জানিয়েছে।  

এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠন।

এ হামলার ঘটনায় সেখানকার বিদ্রোহী জনগষ্ঠীকে দায়ী করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।