ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে একে পার্টি’র অফিসে হামলা, পার্লামেন্ট সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
তুরস্কে একে পার্টি’র অফিসে হামলা, পার্লামেন্ট সদস্য নিহত

ঢাকা: তুরস্কের দিয়ারবাকির ডিকেল জেলায় ক্ষমতাসীন দল একে পার্টি’র অফিসে হামলার ঘটনা ঘটেছে। এতে দেরায়ান আক্তারত নামে এক পার্লামেন্ট সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।  

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এর আগেও দেরায়ানের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় তিনি বেঁচে গিয়েছিলেন।

এ ঘটনায় দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী। তবে ধারণা করা হচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে।

এদিকে এ ঘটনার একদিন আগে দিয়ারবাকির ওজালপ জেলায় অস্ত্রধারীর হামলায় নিহত হন দলটির আয়েদিন মুস্তু নামে অপর একজন নেতা।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।