ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে ফের সংঘর্ষ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
মায়ানমারে ফের সংঘর্ষ, নিহত ১২

ঢাকা: মায়ানমায়ের রাখাইন রাজ্যে দুর্বৃত্তদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর বেশকয়েকজন সদস্যসহ নিহত হয়েছেন ১২ জন।

 

বুধবার (১২ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মঙ্গলবার (১১ অক্টোবর) দেশটির মংডু এলাকার পায়ংপিট গ্রামে দুর্বৃত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক হামলাকারীসহ ৫ জন নিহত হন। এদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য।  

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার’ এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবারের ওই ঘটনার পর নিকটবর্তী তাং পাইং নয়ার গ্রামে দেশীয় অস্ত্রসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।  

এর আগে স্থানীয় সময় শনিবার (০৮ অক্টোবর) দিনগত রাত ৩টায় একই রাজ্যের পশ্চিমাঞ্চলে পুলিশ ফাঁড়িতে তিন পৃথক হামলায় কমপক্ষে নয়জন পুলিশ ও পাঁচজন বন্দুকধারী নিহত হন।

এদিকে এসব ঘটনার পর থেকেই রাজ্যটিতে আতঙ্কে দিন কাটছে সেখানে বসবাসকারী লোকজনের।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।