ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ফোর্ডের বিক্রি বেড়েছে ২৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
চীনে ফোর্ডের বিক্রি বেড়েছে ২৪ শতাংশ

ঢাকা: গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে চীনের বাজারে ফোর্ডের গাড়ি বিক্রি বেড়েছে ২৪ শতাংশ। নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানিয়েছে ফোর্ড মোটর করপোরেশন।

এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলা হয়, চ্যাঙগান ফোর্ড অটোমোবাইল সেপ্টেম্বরে চীনের বাজারে ৮৪ হাজার ৩৩৫টি গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছে। আর প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) তাদের বিক্রিত গাড়ির সংখ্যা ছয় লাখ ৬৩ হাজার ২৮২টি। আর জিয়াংলিং মোটর করপোরেশনের সেপ্টেম্বরে বিক্রিত গাড়ির সংখ্যা ২৩ হাজার ৪১৬টি এবং নয় মাসে এক লাখ ৮২ হাজার ৬২৯টি।

সব মিলে প্রথম নয় মাসে চীনের বাজারে প্রায় নয় লাখ গাড়ি বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক এ অটোমেকার কোম্পানি।

প্রতিষ্ঠানটির ইকোস্পোর্ট, কুগা, এজ, এভারেস্ট অ্যান্ড এক্সপ্লোর, নেভিগেটরসহ বিভিন্ন মডেলের জনপ্রিয়তাই গাড়ি বিক্রি বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দেখছে ফোর্ড।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।