ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ বিমান হামলায় সিরিয়ায় নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
রুশ বিমান হামলায় সিরিয়ায় নিহত অর্ধশতাধিক

ঢাকা: জঙ্গি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে রুশ বিমান হামলায় সিরিয়ার আলেপ্পোতে ২৪ ঘণ্টায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে দুই ডজন লোক।

বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইসের বরাত দিয়ে খবরে বলা হয়, দেশটির আলেপ্পো প্রদেশের বুস্টান আল- কাসর, আর রাশিকা শহর ও এর আশপাশ এলাকায় রুশ বাহিনীর বিমান অভিযানে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জনের বেশি। এ ঘটনায় আলেপ্পো শহর স্তবদ্ধ হয়ে যায়।

দীর্ঘদিন থেকে সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নিধনের লক্ষ্যে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পৃথকভাবে অভিযান চালিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।