ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নোবেল জয়ী নাট্যকার দারিও ফো আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
নোবেল জয়ী নাট্যকার দারিও ফো আর নেই ছবি: সংগৃহীত

ঢাকা: নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় নাট্যকার ও অভিনেতা দারিও ফো না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ফো প্রাণ হারান। বেশ কিছুদিন থেকে তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

রাজনীতি বিষয়ক বিদ্রুপাত্মক নাটক ‘দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ অব এ্যান অ্যানারকিস্ট’র জন্য ১৯৯৭ সালে নোবেল পুরস্কার পান দারিও ফো।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনসি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।