ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডের নতুন রাজা ভুমিবলের ছেলে বিজিরালংকর্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
থাইল্যান্ডের নতুন রাজা ভুমিবলের ছেলে বিজিরালংকর্ন

ঢাকা: থাইল্যান্ডের নতুন রাজা হিসেবে ভুমিবল আদুলায়াদেজের স্থলাভিষিক্ত হচ্ছেন ছেলে মহা বিজিরালংকর্ন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দেশটির রাজধানী ব্যাংককের সিরিরাজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় রাজা ভুমিবল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রাজা ভুমিবল ও রানী সিরিকিত দম্পতির চার সন্তানের মধ্যে বিজিরালংকর্ন একমাত্র পুত্র সন্তান। বিজিরালংকর্ন ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন।  

দেশটির রাজপ্রাসাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

১৯৪৬ সালে রাজ সিংহাসনে আরোহন করা ভুমিবল বিশ্বের সবচেয়ে বেশি সময়ের অধিষ্ঠিত রাজা।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
আরএইচএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।