ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ২০

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে একটি গাড়ি বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগ আসাদ সরকার বিদ্রোহী গোষ্ঠীর সদস্য।

শুক্রবার (১৪ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

যুক্তরাজ্যভিত্তিক পযর্বেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে খবরে বলা হয়, বৃহস্পতিবার দেশটির তুর্কি সীমান্তের আজাজ শহরের কাছে সেনাবাহিনী পরিচালিত একটি চেকপয়েন্ট লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তবে কারা ওই হামলাটি চালিয়েছে তা জানা যায়নি। নিহতদের মধ্যে ১৪ জন সরকার বিদ্রোহী যোদ্ধা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।