ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে ১৫০ দেশের চুক্তি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে ১৫০ দেশের চুক্তি সম্পন্ন

ঢাকা: গ্রিন হাউজ গ্যাসের (এইচএফসি) ব্যবহার ও নিঃসরণ কমাতে বিশ্বের ১৫০টি দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। বিশ্ব জলবায়ু পরিবর্তন প্রকট আকার ধারণ করছে।

আসন্ন ভয়াবহ পরিস্থিতি এড়াতেই বিশ্ব নেতারা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন।

শনিবার (১৫ অক্টোবর) আফ্রিকার দেশ রুয়ান্ডার রাজধানী কিগালিতে এ সংক্রান্ত চুক্তিতে সই করেন দেশগুলোর প্রনিধিরা।

গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর চুক্তিতে বড় অবদান রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি এ চুক্তির বিষয়ে দেশগুলোকে তিনটি ভাগে বিভক্ত করে হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস কমানোর বিষয়ে সময়সীমা নির্ধারণ করে দেন।

বিশ্বের উন্নত দেশগুলো ঘোষণা দেয় যে, তারা ২০১৯ সাল নাগাদ ১০ শতাংশ হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস কমাবে।  

রুয়ান্ডান একমন্ত্রী এই চুক্তিকে ‘মাইফলক’ হিসেব আনন্দের সঙ্গে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের গতি শ্লথ হবে।

এদিকে, গ্রিন হাউজ গ্যাসের ব্যবহার ও নিঃসরণ সীমিত রাখার প্রস্তাবে ১৫০টি দেশের সমর্থনকে সম্মত হওয়ার বিষয়টিকে ঐতিহাসিক চুক্তি হিসেবে মনে করা হচ্ছে। কারণ জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধি থেকে পৃথিবীকে বাঁচাতে হলে এইচএফসির নিঃসরণ অবশ্যই কমাতে হবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।