ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় সংঘর্ষে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
সোমালিয়ায় সংঘর্ষে নিহত ১১

ঢাকা: সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পান্টল্যান্ড অঞ্চল এবং গালমুডাং অঞ্চলের সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) জাতিসংঘের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো।

বিবৃতিতে বলা হয়, দেশটির গালকায়ো শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

এদিকে এ সংঘর্ষের পর থেকেই ঘটনাস্থল ও এরআশপাশে চরম অস্থিরতা বিরাজ করছে। এ ঘটনার পর থেকে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।