ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বারাণসীতে পদদলিতে হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
বারাণসীতে পদদলিতে হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৪

ঢাকা: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীতে ধর্মীয় উৎসবে যোগ দিতে গিয়ে পদদলিত হয়ে মৃত পুণ্যার্থীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও বহু আহত মানুষ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতদের মধ্যে ১৫ জনই নারী।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে সব ধরনের সাহায্যের নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী বারাণসী জেলা প্রশাসনের কাছে ফোন করে সরাসরি ওই দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছেন।

ইতোমধ্যে নিহতদের পরিবার পিছু লাখ দুয়েক রুপি এবং আহতদের চিকিৎসা বিনামূল্যে করার সরকারি ঘোষণা এসেছে।

মূলত শনিবার (১৫ অক্টোবর) দুপুরে গঙ্গা নদীর ধারে রাজঘাট সেতুর কাছে ধর্মগুরু বাবা জয়গুরুদেবের সভা ছিল। এ উপলক্ষে লোকজন আসতে থাকেন। এমন সময় সেতু ভেঙে পড়ছে বলে গুজব ছড়ায়। তখন মানুষজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে পদদলিতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।