ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সেনা অভিযানে ১৯ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
মিশরে সেনা অভিযানে ১৯ জঙ্গি নিহত

ঢাকা: মিশরে সেনাবাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের তৃতীয় দিনে ১৯ জঙ্গি এবং একজন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (১৭ অক্টোবর) দেশটির সিনাই অঞ্চলে বিমান ও গেরিলা সেনা অভিযানে তারা নিহত হয়েছেন বলে মঙ্গলবার (১৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, গত শুক্রবার দেশটির একটি সেনাবাহিনীর চেকপয়েন্টে জঙ্গি হামলায় ১২ সৈন্য নিহত ও ছয়জন আহত হয়েছেন। এর জবাব দিতেই সেনাবাহিনী জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে কঠোর হস্তে অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।