ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
করাচিতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

ঢাকা: পাকিস্তানের করাচিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাকিস্তান এয়ার ফোর্সের (পিএএফ) এক পাইলট নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির করাচির মোশাররফ কোলনির কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ সুপারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

পিএএফ’র স্কোয়াডর্ন নেতা বাকির আলি এক বিবৃতিতে জানান, মিরেজ জেট বিমানটি মাশরুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং পরে মোশাররফ কোলনি এলাকার কাছে গিয়ে বিধ্বস্ত হয়।

ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।