ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বাস খাদে, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
কাশ্মীরে বাস খাদে, নিহত ২১

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গুরনাক এলাকায় বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১জনই নারী।

এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২১ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনগত রাতে গুরনাকের জয়তিপুরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি অন্তত ৬৭ জন যাত্রী নিয়ে রিয়াসি গ্রাম থেকে বাকাল গ্রামের দিকে যাচ্ছিলো। এ সময় বাসটি জয়তিপুরাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই মারা যান ১৬ জন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও পাঁচজন।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।