ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হায়মা’র আঘাতে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
হায়মা’র আঘাতে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন চীন

ঢাকা: টাইফুন হায়মার আঘাতে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে চীন। দেশটির প্রায় তিনটি প্রদেশে আঘাত হানে টাইফুন হায়মা।

 

এতে প্রায় ৭০২ মিলিয়ন ডলার সমপরিমান অর্থের ক্ষতি হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায়, হায়মা’র আঘাতে দেশটির এক লাখের বেশি লোকজন বসতভিটা হারিয়েছেন, দুই লাখ ৩৯ হাজার ৫০০ হেক্টর আবাদি জমির ফসল নষ্ট হয়েছে, তিন হাজার ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৬০০ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

দেশটির একটি মন্ত্রাণালয় জানায়, দেশটিতে চলতি বছরের আঘাত টাইফুনগুলোর মধ্যে ২২তম টাইফুন এটি। ঝিংঝু, ফুজিয়ান এবং গাংডং প্রদেশে টাইফুনটি আঘাত হানে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।