ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নর্থ ডাকোটাতে বিক্ষোভ, গ্রেফতার ১১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
নর্থ ডাকোটাতে বিক্ষোভ, গ্রেফতার ১১৭

ঢাকা: যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে একটি বিতর্কিত তেলের পাইপলাইন নির্মাণ থেকে বিরত থাকার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উত্তেজনা সৃষ্টি হলে ১১৭ নেটিভ আমেরিকানকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭  অক্টোবর) এ ঘটনা ঘটে বলে শুক্রবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, প্রস্তাবিত পাইপলাইন স্থাপনের পথে ব্যক্তিগত স্থাপনা উচ্ছেদের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের উত্তেজনা ছড়িয়ে পড়লে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, মার্কিন সরকারের ১৮৫১ সালে চুক্তির অধীনে ওসব এলাকার ভূমির মালিকানা তাদের। যা তারা এখন কোনোভাবেই হাতছাড়া করতে চান না।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।