ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ‘বন্দুকযুদ্ধে’ ৯ দেহরক্ষীসহ মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ফিলিপাইনে ‘বন্দুকযুদ্ধে’ ৯ দেহরক্ষীসহ মেয়র নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনে পুলিশের মাদকবিরোধী বিশেষ ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ দেহরক্ষীসহ স্থানীয় এক মেয়র নিহত হয়েছেন।  

শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানী ম্যানিলা থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে মাকিলালাএলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত মেয়র সামসুদিন দিমাউকোম সাউদি আমপাতুয়ান শহরের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে অবৈধভাবে মাদকদ্রব্য পাচারের অভিযোগ ছিল।  

মাদক পাচার জড়িত বলে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সরকার যে দেড়শ সরকারি, প্রশাসনিক ও বিচার বিভাগীয় কর্মকর্তার নাম তালিকাভুক্ত করেছিল, সামসুদিন তাদের একজন।

এ বিষয়ে রোমিও গালগো নামে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, মাকিলালা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে মেয়রের গাড়ি থামানো হলে তিনি ও তার দেহরক্ষীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে সামসুদিন ও তার দেহরক্ষীরা নিহত হন।

প্রেসিডেন্ট দুতের্তে তার দেশে মাদক ব্যবসার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। যদিও তার এসব দমনাভিযানের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সংগঠনগুলো অভিযোগ তুলেছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।