ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ই-মেইল বিতর্কের দ্রুত সমাধান চেয়েছেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ই-মেইল বিতর্কের দ্রুত সমাধান চেয়েছেন হিলারি

ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিয়ে সৃষ্ট বিতর্ক ইস্যুতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কাছে দ্রুত পুরোপুরি সমাধান দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।

এফবিআই পরিচালক জেমস কোমি শুক্রবার (২৮ অক্টোবর) হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ফের নতুন করে তদন্তের নির্দেশ দিলে হিলারি এই দাবি জানান।

হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যুটি এমন সময় আবার আলোচনায় আসলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন মাত্র ১০ দিন বাকি।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন বলেন, ‘ভোট চলে আসছে। সুতরাং, আমেরিকান জনগণ এ বিষয়ে খুব দ্রুত পরিপূর্ণ আসল বিষয় জানতে চায়। আজ্ঞাবাহ এফবিআই’র ব্যাখা প্রশ্নবিদ্ধ হয়েছে। যাহোক, এ বিষয়ে আর যেন বিলম্ব না হয়। ’

এফবিআই’র অভিযোগ অনুযায়ী- ফেডারেলের আইন ভঙ্গ করে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করে ২০০৯-১৩ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটন বেশ কিছু গোপন তথ্য আদান প্রদান করেছেন। যা অপরাধমূলক কাজ।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।