ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিলারিকে সমর্থন দিয়ে ফ্রি বার্গার পেলো ওবামাকন্যা শাসা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
হিলারিকে সমর্থন দিয়ে ফ্রি বার্গার পেলো ওবামাকন্যা শাসা

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানালে পাওয়া যাবে ফ্রি বার্গার। আর সেই সুযোগ কাজে লাগিয়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কনিষ্ঠকন্যা শাসা ওবামা।

আর এ সময় ১৫ বছর বয়সী শাসার সঙ্গে ছিলো তার এক ছেলে সহপাঠী।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ওয়াশিংটন ডিসিতে জেড-বার্গার রেস্টুরেন্টে এমন অফার চালু ছিলো। অফারটি সাবার আগে লুফে নিয়েছে শাসা। হিলারিকে সমর্থন ও ভোট দিতে উৎসাহিত করতেই এমন আয়োজন ছিলো রেস্টুরেন্টটিতে।

আর ফ্রি বার্গার পাওয়ার জন্য অবশ্য একটি শর্তপূরণ করতে হয়েছে আগ্রহীদের। আর সেটি হলো ‘আমি তার সঙ্গে আছি’ ('I'm with Her') নামে বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করে হিলারিকে সমর্থন জানাতে হয়েছে।

আরও পড়ুন..

 **বড় নির্বাচনী তহবিল হিলারির, পাচ্ছেন বাড়তি সুবিধা

** হিলারিকেই প্রেসিডেন্ট চান ইন্ডিয়ান-আমেরিকানরা
** ট্রাম্পকে ‘উচ্ছেদ’ করে গর্বিত জেমি ওটিস!
**
মঞ্চে মিস ইউনিভার্সকে ট্রাম্পের যৌন হয়রানি (ভিডিও)
** ই-মেইল বিতর্কের দ্রুত সমাধান চেয়েছেন হিলারি

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।