ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৩

ঢাকা:  চীনের চংচিং শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহতের খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া। এ ঘটনায় খনির ভেতরে ২০ জন আটক পড়েছেন।

সোমবারের (৩১ অক্টোবর) ওই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক ৩৩ জন আটকা পড়ার খবর ‍জানা যায়।  কিন্তু মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে আটকাপড়াদের মধ্যে ১৩ জন নিহতের খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।  

এখন পর্যন্ত খনিটি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। অন্তত দু’শ’ উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা ‍অব্যাহত রেখেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, খনিটির ৩৫ জন শ্রমিকের মধ্যে দুই মাত্র বের হতে পেরেছিলেন। লাইসু শহরের জিংনশাগু নামের খনিটি ব্যক্তিমালিকানায় পরিচালিত হতো।  

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।