ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে অ্যাপার্টমেন্টে আগুন, শিশুসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
জার্মানিতে অ্যাপার্টমেন্টে আগুন, শিশুসহ নিহত ৩

ঢাকা: জার্মানির মিউনিখ শহরে একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।  

স্থানীয় সময় মঙ্গলবার (০১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, মিউনিখ এর একটি বহুতল ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে তিনজন মারা যান। এদের মধ্যে একজন শিশুও রয়েছে।

এদিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার (০২ নভেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।