ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
করাচিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৯

ঢাকা: পাকিস্তানের করাচিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।

নিহতদের মধ্যে তিন নারী ও দুই শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে করাচির লন্ডি রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, মুলতান থেকে ছেড়ে আসা জাকারিয়া এক্সপ্রেস ট্রেন, পার্কিংয়ে থাকা লাহরগামী ফরিদ এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনার পরপরই করাচির রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। উদ্ধার কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের কবলে পড়া ট্রেন দুটিতে প্রায় হাজার খানেক যাত্রী ছিলেন।

এদিকে, জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তারা জানান, হাসপাতালের মর্গে ইতোমধ্যে ১৮ জনের মরদেহ রাখা হয়েছে।

রেলওয়ের উপদেষ্টা ও সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ ঘানি জানান, রেলওয়ের কর্তকর্তারা সবুজ সংকেত দিয়েছিলেন। কিন্তু ভুলক্রমে একটি ট্রেন অন্য লাইনে ঢুকে অপর একটি ট্রেনকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬/ আপডেট: ১২৪৫, ১৩৫২ ঘণ্টা
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।