ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে গুলিতে ২ মার্কিন সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
আফগানিস্তানে গুলিতে ২ মার্কিন সৈন্য নিহত

ঢাকা: আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে গুলিতে যুক্তরাষ্ট্রের দুই সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই সৈন্য।

প্রদেশের একটি এলাকায় আফগান বাহিনীর সঙ্গে যৌথভাবে তালিবান প্রতিরোধ মিশনে ‘প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা’র দায়িত্ব পালনকালে বৃহস্পতিবার (৩ নভেম্বর) তারা নিহত হন।

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর কমান্ডার জেন‍ারেল জন ডব্লিউ নিকোলসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

নিকোলসন এক বিবৃতিতে বলেন, এই ক্ষতি আমাদের জন্য দুঃখের। আমরা নিহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তবে এই দুঃখজনক ঘটনা সত্ত্বেও মার্কিন বাহিনী আফগানিস্তানের আইন-শৃঙ্খলা রক্ষায় দেশটির বাহিনীর সঙ্গে কাজ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।