ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই বান্ধবীর চুমু: ৩ বছর কারাদণ্ডের মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
দুই বান্ধবীর চুমু: ৩ বছর কারাদণ্ডের মুখোমুখি

ঢাকা: মরক্কোতে দুই কিশোরী বান্ধবী পরস্পর-পরস্পরকে চুমু দিয়ে পড়েছে বিপাকে। এখন তারা তিন বছর কারাদণ্ডের মুখোমুখি।

ওই দুই কিশোরীর বয়স ১৬ ও ১৭ বছর।

মরক্কোকান মানবাধিকার সংস্থার মুখপাত্র ওমর আরবিন এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত সপ্তাহে দেশটির মারাকেশ শহরের একটি বাসার ছাদে দুই কিশোরী নিজেদের মধ্যে আলিঙ্গন করে চুমু দেয়। বিষয়টি স্থানীয় পুলিশ দেখে দু’জনকে আটক করে। এখন তারা আদালাতের মুখোমুখি সাজার অপেক্ষায়। তাদের বিরুদ্ধে সমকামিতারও অভিযোগ তোলা হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) আদালতে দু’জনকে শুনানির জন্য হাজির করা হচ্ছে।

মরক্কোর প্যানেল কোডের অনুচ্ছেদ- ৪৮৯ অনুযায়ী, কোনো ব্যক্তি সমলিঙ্গের সঙ্গে সম্পর্ক স্থাপনে অঙ্গীকারবদ্ধ হলে এবং অপ্রাকৃতিক কাজে জড়িত হলে তার বা তাদের ছয় মাস থেকে তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে, মানবাধিকার সংস্থারটির পক্ষ থেকে ওই দুই কিশোরীর পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।