ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহীদের ‘শেষ’ সুযোগ দিতে যুদ্ধবিরতি শুরু রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
বিদ্রোহীদের ‘শেষ’ সুযোগ দিতে যুদ্ধবিরতি শুরু রাশিয়ার

ঢাকা: আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অবরুদ্ধ এলাকাগুলো থেকে বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে শুক্রবার ( নভেম্বর ০৪) দশ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করেছে রাশিয়া ও সিরিয়ার বাশার আল আসাদের সরকার।

অবরুদ্ধ এলাকা থেকে সরে যাওয়ার ক্ষেত্রে বিদ্রোহীদের জন্য এটাই শেষ সুযোগ বলে জানিয়েছে রাশিয়া।

তবে বিদ্রোহীরা এই শর্তকে প্রত্যাখ্যান করেছে। অবরোধ ভাঙ্গার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

ধারণা করা হচ্ছে আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এই অবরুদ্ধ এলাকায় আটকা পড়েছেন প্রায় আড়াই লাখ মানুষ।

বেশ কিছুদিন ধরেই ওই এলাকাটিকে অবরোধ করে রেখেছে সরকারি সেনারা। বিদ্রোহীরাও এই এলাকার দখল ছাড়তে নারাজ।

সরকারি ও রুশ বাহিনীর ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণের পাশাপাশি সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও ওষুধের অভাব। এ পরিস্থিতিতে ব্যাপক মানবিক সঙ্কট দেখা দিয়েছে সেখানে।

এর আগে গত অক্টোবর মাসেও মানবিক প্রেক্ষাপট দেখিয়ে যুদ্ধবিরতির ডাক দিয়েছিলো রুশ ও সিরীয় বাহিনী। তবে তিন দিন যেতে না যেতেই ভেস্তে যায় ওই যুদ্ধ বিরতি।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বিদ্রোহীরা তাদের অস্ত্র সহ অবরুদ্ধ এলাকা থেকে দুটি বিশেষ করিডোর দিয়ে বের হয়ে যেতে পারবেন বলে জানিয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। অপর ছয়টি রুট খোলা থাকবে বেসামরিক নাগরিকদের জন্য।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।