ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে ৯ সাংবাদিককে আটকের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
তুরস্কে ৯ সাংবাদিককে আটকের নির্দেশ

ঢাকা: তুরস্কে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দেশটির নয় সাংবাদিককে আটকের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।  

শনিবার (৫ নভেম্বর) দেশটির আদালত এ নির্দেশ দেন বলে জানিয়েছে স্থানীয় বেশকয়েকটি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির জনপ্রিয় এবং পুরাতন সংবাদমাধ্যম ‘কুমহুরিয়েত’ এর সম্পাদক মুরাত সাবুনচুসহ একই প্রতিষ্ঠানের নয়জনকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশটির বেশকিছু সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে কাজ করছিলেন।

‘কুমহুরিয়েত’ পত্রিকাটি দেশটির বিরোধী দল দ্বারা পরিচালিত হয়ে আসছিলো।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।