ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভার্জিনিয়ায় ভোট দিলেন হিলারির রানিংমেট কেইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ভার্জিনিয়ায় ভোট দিলেন হিলারির রানিংমেট কেইন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাজধানী রিচমন্ডে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের রানিংমেট এবং ভার্জিনিয়ার সাবেক গভর্নর ও বর্তমান সিনেটর টিম কেইন।

ঢাকা: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাজধানী রিচমন্ডে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের রানিংমেট এবং ভার্জিনিয়ার সাবেক গভর্নর ও বর্তমান সিনেটর টিম কেইন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর তিনি এ ভোট দেন।

এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্নে হলটন।

এর আগে স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে রাত ৮টার মধ্যে। তবে আইওয়া এবং নর্থ ডাকোডা অঙ্গরাজ্যে ভোটগ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত।

সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী বর্তমানে দেশটির বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ চলছে সুষ্ঠুভাবে। সবাই সারিবদ্ধভাবে তাদের মূল্যবান ভোট দিচ্ছেন।

ধারণা করা হচ্ছে ৫০টি অঙ্গরাজ্যের প্রায় ১২ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।