ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় শক্ত লড়াই জিতে আশাবাদী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
 ফ্লোরিডায় শক্ত লড়াই জিতে আশাবাদী ট্রাম্প

‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ হিসেবে পরিচিত অঙ্গরাজ্য ফ্লোরিডায় হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও অল্পের জন্য সেখানে হার মানলেন হিলারি।

ঢাকা: ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ হিসেবে পরিচিত অঙ্গরাজ্য ফ্লোরিডায় হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও অল্পের জন্য সেখানে হার মানলেন হিলারি।

হাফিংটন পোস্টে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ১০০ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্প পেয়েছেন ৪৯ শতাংশ ভোট।

আর হিলারি পেয়েছেন ৪৮ শতাংশ।

ফ্লোরিডাকে ধরা হচ্ছে এবারের নির্বাচনের নিয়ামক হিসেবে। রিপাবলিকান ও ডেমোক্রাট দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোর বাইরে ফ্লোরিডাসহ ছয়টি অঙ্গরাজ্যকে  ‘ব্যাটলগ্রাউন্ড’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এই অঙ্গরাজ্যগুলোতে মোট ৬৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে।

ধারণা করা হচ্ছে নিজ নিজ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোর ইলেক্টোরাল ভোট নিশ্চিত করার পাশাপাশি যিনি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে ভালো করতে পারবেন তিনি এগিয়ে থাকবেন তত বেশি। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লোরিডা। ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোর ৬৬টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৯টিই রয়েছে ফ্লোরিডায়। এ পরিস্থিতিতে ফ্লোরিডায় জিতে হোয়াইট হাউজের পথে অনেকটাই সুবিধাজনক অবস্থানে ট্রাম্প।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।