ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিনেটও মুঠোয় নিলো রিপাবলিকানরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
সিনেটও মুঠোয় নিলো রিপাবলিকানরা

প্রেসিডেন্ট পদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটেরও নিয়ন্ত্রণ নিলো রিপাবলিকান পার্টি।

ঢাকা: প্রেসিডেন্ট পদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটেরও নিয়ন্ত্রণ নিলো রিপাবলিকান পার্টি।

নির্বাচনে সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে ট্রাম্প অনেকটা সহজেই জয়লাভ করলেও সিনেটের দখল নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয় রিপাবলিকান ও ডেমোক্রাট শিবিরের মধ্যে।

মঙ্গলবার (০৯ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের একই সঙ্গে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ ৩৪টি সিনেট আসনের ভোট।

মঙ্গলবারের আগে সিনেটের মোট একশ‘টি আসনের মধ্যে ৫৪টি ছিলো রিপাবলিকানদের আর ৪৪টি ছিলো ডেমোক্রাটদের দখলে। তবে দুই স্বতন্ত্র সিনেট সদস্যের সমর্থন থাকায় ডেমোক্রাট ককাসে ছিলো ৪৬টি ভোট।

এদিকে যে ৩৪টি আসনে মঙ্গলবার ভোট হয়েছে তার ২৪টি আগে থেকেই রিপাবলিকান এবং ১০টি ডেমোক্রাটদের দখলে ছিলো।

এই ৩৪টি আসনের মধ্যে ইতোমধ্যেই ৩২টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ২১টি আসনে জয়লাভ করেছে রিপাবলিকানরা। আর ১১টিতে ডেমোক্রাটরা। ফলাফল ঘোষণা বাকি আছে আর মাত্র দুটি আসনের। তবে এর মধ্য দিয়েই সিনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনীয় ৫১টি আসন ঝুলিতে ভরে ডেমোক্রাটরা।

সর্বশেষ ফলাফল অনুযায়ী ৫১টি সিনেট আসন নিয়ে বর্তমানে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানরা। অপরদিকে ডেমোক্রাট ককাসের হাতে রয়েছে ৪৭টি আসন। যে দুটি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে সে দুটিতে জিতলেও সংখ্যালঘু হয়ে থাকতে হবে ডেমোক্রাটদের।

উচ্চকক্ষের পাশাপাশি কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজিন্টিটিভে তো আগে থেকেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্রেসিডেন্ট, সিনেট এবং কংগ্রেস, মার্কিন ক্ষমতা কেন্দ্রের প্রতিটি লাগামের নিয়ন্ত্রণই চলে এল রিপাবলিকানদের হাতে।  

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬/আপডেট ১১১৫ ঘণ্টা/আপডেট ১৪৫১ ঘণ্টা
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।