ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের জয়ে স্তম্ভিত বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ট্রাম্পের জয়ে স্তম্ভিত বিশ্ব

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বেশ বড় ব্যববধানেই ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে বহুল কাঙ্ক্ষিত হোয়াইট হাউসের দুয়ারে পৌঁছে গেলেন তিনি।

ঢাকা: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বেশ বড় ব্যববধানেই ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে বহুল কাঙ্ক্ষিত হোয়াইট হাউসের দুয়ারে পৌঁছে গেলেন তিনি।

 

স্বভাবতই রিপাবলিকান শিবিরে এখন আনন্দের বন্যা বইছে, আর শোকের ছায়া নেমেছে হিলারি সমর্থকদের মধ্যে। শুধু ডেমোক্রাটই নয়, বিভিন্ন সময় নানা বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টিকারী এ ধনকুবেরের জয়ে যেনো স্তম্ভিত পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে বিশ্ব পুঁজিবাজারেও।  

রিয়েল এস্টেট মোগল থেকে বিশ্বের পরাক্রম শক্তিশালী দেশটি এমবনকি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ের প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের পুঁজিবাজারে।

নির্বাচনের ফলের পরপরই দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠক ডেকেছে। আর জাপানের নিক্কি স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ১০০০ পয়েন্টের মতো।

আর যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০, নাসডাক, ডাওজোন্সে সূচক কমেছে। প্রভাব পড়েছে যুক্তরাজ্য ও ফ্রানেকসর পুঁজি বাজারেও।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।