ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে ফোন দিলেন ওবামা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ট্রাম্পকে ফোন দিলেন ওবামা

সদ্য নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

ঢাকা: সদ্য নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (০৯ নভেম্বর) সকালে ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান ওব‍ামা।

একই সঙ্গে ওবামা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পকে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্টের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। জোশ আর্নেস্ট সাংবাদিকদের জানান, নির্বাচন পরবর্তী কীভাবে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হবে।

ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হোঁচট খাওয়া ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকেও ফোন করেন ওবামা। গোটা দেশে হিলারি ক্লিনটন নির্বাচন বিষয়ে যে সাহসিকতা দেখিয়েছেন তার প্রশংসাও করেন ওবামা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।