ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসে ফ্রান্স দূতাবাসে গ্রেনেড হামলা, আহত ১

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
গ্রিসে ফ্রান্স দূতাবাসে গ্রেনেড হামলা, আহত ১

গ্রিসের এথেন্সে ফ্রান্স দূতাবাসে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। 

ঢাকা: গ্রিসের এথেন্সে ফ্রান্স দূতাবাসে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হামলাকারী ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারী মোটরসাইকেলে করে যাওয়ার সময় এ হামলা চালায়। এতে পুলিশের ওই কর্মকর্তা ছাড়া আর কেউ হতাহত হয়নি।

হামলার বিষয়টি তদন্ত করছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।