ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১০ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১০ সৈন্য নিহত

ইয়েমেনে দক্ষিণাঞ্চলের অ্যাডেন শহরে একটি আত্মঘাতী বোমা হমলায় সেনাবাহিনীর ১০ সৈন্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ঢাকা: ইয়েমেনে দক্ষিণাঞ্চলের অ্যাডেন শহরে একটি আত্মঘাতী বোমা হমলায় সেনাবাহিনীর ১০ সৈন্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

 

রোববার (১৮ ডিসেম্বর) অ্যাডেন বন্দর এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

কে বা কারা এই হামলা চালিয়েছে এবং হামলার লক্ষ্য সম্পর্ক প্রাথমিকভাবে তা জানা যায়নি।

খবরে বলা হয়, সেনা সদস্যরা খোর মাস্কার জেলার একটি সেনা ঘাঁটিতে বেতন নিতে যাওয়ার সময় হামলাটির শিকার হন। সপ্তাহ খানেক আগেও একই শহরে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় অর্ধশত সেনা সদস্য নিহত হন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।