ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোতে প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ চলাকালে সংঘর্ষ, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
 কঙ্গোতে প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ চলাকালে সংঘর্ষ, নিহত ৪০ প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ চলাকালে সংঘর্ষ, ছিব: সংগৃহীত

আফ্রিকার দেশ কঙ্গোতে দেশটির প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৪৬০ জন।

ঢাকা: আফ্রিকার দেশ কঙ্গোতে দেশটির প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এতে ১৭০ জন আহত হয়েছেন, আর গ্রেফতার হয়েছেন ৪৬০ জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতিসংঘের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, কঙ্গোর প্রেসিডেন্ট জসেফ কাবিলার পদত্যাগের দাবিতে সপ্তাহ ধরে প্রতিবাদ ও বিক্ষোভ চালিয়ে আসছেন আন্দোলনকারীরা। এতে দেশটির কিনশাসা, বোমা, মাতাদিতে অন্তত ৪০ জন নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৭০ জন।

গত ১৯ ডিসেম্বর প্রেসিডেন্ট জসেফের ক্ষমতার নির্ধারিত সময়সীমা শেষ হলেও তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াননি। ফলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। আর এতে বিক্ষোভকারী এবং সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।