ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুনের বেকারিতে অগ্নিদগ্ধ হয়ে ৬ কর্মচারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
পুনের বেকারিতে অগ্নিদগ্ধ হয়ে ৬ কর্মচারীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার একটি কেক বেকারির দোকানে লাগা আগুনে ছয় কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মারা...

ঢাকা: ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার একটি কেক বেকারির দোকানে লাগা আগুনে ছয় কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

রাতে বেকারি মালিক কর্মীদের ভেতরে রেখেই বাইরে থেকে লক করে চলে যান, এতে আগুন লাগার পর তাদের আর উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহতদের সবাই ২০ থেকে ২৭ বছরের মধ্যে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।