ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৪৬ বছর বয়সে জন্মদিন উদযাপন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
১৪৬ বছর বয়সে জন্মদিন উদযাপন! জন্মদিনের কেট কাটছেন গোটো/ছবি: সংগৃহীত

ঢাকা: নাম মাবাহ গোটো। জন্মনিবন্ধন সদন অনুযায়ী জন্ম ১৮৭০ সাল। ভুল দেখছেন না! এটাই ঠিক। ইন্দোনেশিয়ান রেকর্ড অফিস অন্তত তাই বলছে। ৩১ ডিসেম্বর ২০১৬ নাতি-নাতনিদের নিয়ে ১৪৬তম জন্মদিনের কেকও কেটেছেন তিনি।

কেন্দ্রীয় জাভা প্রদেশের একটি ছোট্ট একটি গ্রামে তার জন্ম। ইন্দোনেশিয়ান অফিশিয়াল রেকর্ড বলছে গোটোর এ বয়স সঠিক।

তবে বিশ্বরেকর্ডের স্বীকৃতি এখনও মেলেনি। এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে কালমেট মারা যান ১২২ বছর বয়সে।

গোটোর জন্মসদনচার চারটি বিয়ে করেছেন গোটো। তার নাতি-নাতনি ও প্রতিবেশী গান গেয়ে তার ১৪৬তম জন্মদিন উদযাপন করেছেন।
‌এতোদিন বেঁচে থাকার রহস্য জানতে চাইলে গোটো বলেন, কৌশল শুধু ধৈর্য। ১৯৯২ সালে তিনি তার নিজের জন্য সমাধিস্তম্ভ তৈরি করেন। কিন্তু মজার বিষয় সেটা ২৪ বছর পার হয়ে গেলেও তিনি জীবিত।

খাবার খাচ্ছেন গোটোতার নাতি-নাতনিরা সংবাদ মাধ্যমকে জানান, গোটো সারাদিন রেডিও শুনে সময় কাটান। কারণ টেলিভিশন দেখার মতো চোখের জ্যোতি তার নেই।

মাবাহ প্রথম বিশ্বযুদ্ধসহ বিশ্বের অনেক ঘটনার সাক্ষী বলেই জানিয়েছেন তার নাতি-নাতনি ও তাদের ছেলেমেয়েরা।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।