ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে রেস্তোরাঁয় দুই বন্ধুকধারীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ইস্তাম্বুলে রেস্তোরাঁয় দুই বন্ধুকধারীর হামলা ইস্তাম্বুলে রেস্তোরাঁয় বন্ধুকধারীর হামলা

ইস্তাম্বুলের একটি রেস্তোরাঁয় দুই বন্দুকধারী প্রকাশ্যে হামলা চালিয়েছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত শনিবার রাতে (১ জানুয়ারির প্রথম প্রহরে) ইস্তাম্বুলের বেসিকতাস এলাকার জনপ্রিয় রেইনা নাইটক্লাবে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় শেষ খবর পর্যন্ত  ৩৯ জন নিহত ও ৬৯ জন আহত হন।

নাইটক্লাবে হামলার ঠিক পাঁচদিন পরই ইস্তাম্বুলে ফের হামলার ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।