ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত মা-শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত মা-শিশু নিহত দুর্ঘটনায় নিহত নাজিয়া হোসেনের পারিবারিক ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত মা ‍ও তার শিশু পুত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ফ্লোরিডার জ্যাকসনভিলের দক্ষিণে আই-৯৫ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রল বিভাগের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানায়, হাইওয়ে ধরে যাওয়ার সময় একটি মাজদা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এ সময় গাড়ির আরোহী কানাডার অন্টারিওর মিসিসোগার বাসিন্দা ৩২ বছর বয়সী নাজিয়া হোসেইন ও তার চার বছর বয়সী শিশু পত্রু আয়ান হক মারাত্মকভাবে আহত হন।

দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তারা।

এ ঘটনায় ওই গাড়ির আরোহী আরও এক নারী ও এক পুরুষ আহত হন বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।