ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৮

ঢাকা: ইরাকের বাগদাদের একটি শপিং মলের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে দুই পুলিশসহ ছয়জন বেসামরিক মানুষ রয়েছেন।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এবিসি নিউজ।

জানা যায়, বিস্ফোরণ ঘটে পার্কিংয়ে থাকা গাড়ি থেকে।

নিহত দুই পুলিশ সেখানে দায়িত্বরত ছিলেন, বাকিরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

কোনো পক্ষ এ ঘটনার দায় এখনও স্বীকার না করলেও বোম দেখে স্থানীয় পুলিশের ধারণা এটি আইএসের কাজ। তারা গত সপ্তাহেও এমন হামলা চালিয়ে ১০০ জনের মতো মানুষকে হত্যা করেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।