ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে ভারতীয় দূতাবাসে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুন ৬, ২০১৭
কাবুলে ভারতীয় দূতাবাসে রকেট হামলা

ঢাকা: আফগানিস্তানে ভারতীয় দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (জুন ০৬) দিনের প্রথমভাগে এ রকেট হামলা চালানো হয়।

তবে হামলায় ভারতীয় হাইকমিশনার এবং দূতাবাসের অন্য কর্মীরা নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কাবুলে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মনপ্রীত ভোরা যে বাড়িতে থাকেন, সেই ইন্ডিয়া হাউস চত্বরেই রকেটটি আঘাত হেনেছে।

শুধু ভারতীয় দূত মনপ্রীত ভোরাই নন, দূতাবাসের অন্য কর্মীরাও এই কম্পাউন্ডেই থাকেন। এই হামলায় তাদের কারও ক্ষতি হয়নি। তবে এই হামলার পর ভারতীয় দূতাবাস এবং আশপাশের অন্যান্য দূতাবাস ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অবশ্য ইদানীং নিয়মিতভাবেই হামলার শিকার হচ্ছে আফগান রাজধানী। গত সপ্তাহেই ভয়াবহ জঙ্গি হানায় কেঁপে উঠেছিলো কাবুল। ভারতীয় দূতাবাসের খুব কাছেই সংঘটিত ওই বিস্ফোরণে মৃতের সংখ্যা ইতোমধ্যে ছুঁয়েছে দেড়শ’তে।

মঙ্গলবারের হামলার আগে ২০১৬-র মার্চে আফগানিস্তানের জালালাবাদ শহরে আক্রান্ত হয়েছিল ভারতীয় কনস্যুলার অফিস। সেই হামলায় নিহত হয়েছিলো অন্তত ৯ জন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।