ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিধসে ২৬ জনের প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ফিলিপাইনে ভূমিধসে ২৬ জনের প্রাণহানি ব্রিজ ভেঙে গেছে, ছবি: সংগৃহীত

ফিলিপাইনে ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৩ জন।

দেশটির পূর্বাঞ্চলের ভিসায়াস প্রদেশের বিলিরান দ্বীপে ধস ও প্রবল ঝড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। রোববার (১৭ ডিসেম্বর) দেশটির দুর্যোগ বিভাগের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

শুধু প্রাণহানিই নয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু জায়গায় জমে গেছে পানি।

ইতোমধ্যে ৮৭ হাজার ৭শ মানুষকে নিজ বাড়িঘর থেকে নিরাপদ কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে।

দেশটিতে গত তিনদিন প্রবল বৃষ্টিপাত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।