ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থেমে গেলো ডিক এনবার্গ অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
থেমে গেলো ডিক এনবার্গ অধ্যায় ডিক এনবার্গ

শেষ হলো একটি অধ্যায়ের। খেলার মাঠে চরম উত্তেজনার মুহূর্তে আর শোনা যাবে না বিখ্যাত সেই শব্দ ‘ওহ্ মাই’। ৬০ বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষে না ফেরার দেশে চলে গেলেন ‘ভয়েস অব স্পোর্টস’ খ্যাত ধারাভাষ্যকার ডিক এনবার্গ (৮২)।

ছয় দশক ধরে খেলার ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থেকে মারা গেলেন মার্কিন এই কিংবদন্তি।

সান ডিয়েগোর নিজ বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মেয়ে নিকোল এনবার্গ ভ্যাজ তার মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবা বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বোস্টন ফ্লাইট মিস করলে তারা দুশ্চিন্তায় পড়েন। প্রথমে কোনো খোঁজ না পেয়ে পরে জানতে পারেন মৃত্যুর খবর। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডিকের পরিবার জানায়, এনবার্গের অগণিত ভক্ত ও বন্ধু-বান্ধবের উদ্বিগ্নতা ও প্রার্থনার জন্য তারা কৃতজ্ঞ।

এনবার্গ এনবিসি, সিবিএস, ইএসপিএনসহ অনেক মার্কিন টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। উইম্বলডন টেনিসেও তিনি ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।